দাউদকান্দিতে ৭ হাজার ইয়াবাসহ তিন জন গ্রেফতার

Spread the love

স্টাফ রিপোর্টার:কুমিল্লার দাউদকান্দিতে ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে তিন টায় দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি বাগান বাড়ির মোহাম্মাদ আলীর বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় নাসির হোসেন, মো: সুমন, জেসমিন আক্তারকে হাতে নাতে আটক করেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, এস.আই এমদাদ হোসেন, এস.আই নাজমুল হোসেন, এ.এস.আই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মাদ আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ২ শত পিছ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও রাজীব পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো, দাউদকান্দি উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামের মুজাফ্ফর বেপারীর ছেলে নাসির হোসেন (৩৫), দাউদকান্দি পৌরসভার দক্ষিন সতানন্দী গ্রামের অহিদ মিয়ার ছেলে মো: সুমন (৩৬) এবং সবজিকান্দি বাগানবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন আক্তার (৩৫)। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *