নাথেরপেটুয়ায় ইফতার সামগ্রী বিতরণ
মোঃ হুমায়ুন কবির মানিক: করোনাকালীন দুর্যোগ ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নে ব্যবসায়ী মনির হোসেন কোম্পানীর অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে নাথেরপেটুয়া ইউনিয়নের আলোকদিয়া, বিনয়ঘর ও গণিপুর গ্রামের দুই শতাধিক নিম্নবিত্ত মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা, ডাল, মুড়ি, তেল, আলু, খেজুর, লবন ইত্যাদি। ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনজ্যুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সুমন প্রমুখ। ব্যবসায়ী মনির হোসেন কোম্পানী বলেন, ‘মহামারী করোনার আগ্রাসনের ফলে সারা বিশে^র ন্যায় আমাদের দেশেও নিম্নবিত্ত মানুষেরা সন্তান-সন্তুতি নিয়ে বিপাকে পড়েছেন। স্ব স্ব এলাকায় এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আমি বিত্তবানদের প্রতি উদার্থ আহবান জানাচ্ছি।’ উল্লেখ্য, মনির হোসেন কোম্পানী মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মীম ট্রেডার্সের স্বত্তাধিকারী। তিনি বিভিন্ন উৎসব-আয়োজন এবং দুর্যোগকালে এলাকার হতদরিদ্র মানুষদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন। এর আগে মহামারী করোনার সূচনালগ্নে তিনি ব্যক্তিগত অর্থায়নে নিজ এলাকার কয়েক শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। উদার মানসিকতার জন্য স্থানীয় জনসাধারণের কাছে তিনি ব্যাপক প্রসংশিত।