মুরাদনগরে ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২ মামলা
আবুল কালাম আজাদঃ ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আওয়ামী লীগকে কটাক্ষ করে ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)২৮ (২)/২৯(১)৩১ (২) ধারায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি মামলা হয়েছে। সোমবার সকালে হওয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার।গত রবিবার রাতে অভিযোগ দুইটি দায়ের করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ও উপজেলার নোয়াকান্দি গ্রামের মৃত্যু মনু মিয়া সরকারের ছেলে সেলিম সরকার এবং বাঙ্গরা বাজার থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক ও গাজীপুর উত্তর পাড়ার মনিরুল হকের ছেলে রাসেল মিয়া।এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন,‘ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু একই অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তাই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ ক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, গত বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে নুরুল হক নূর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদকব্যবসায়ী,চিটার-বাটপার এই ধরনের মুসলমান। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই।’ নূর লাইভে এসে আরও বলেন, ‘আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম-ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নাই।,