যশোরের সাংবাদিক পরিচয়ে প্রতারক চক্রের চাঁদাবাজি
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শায় সাংবাদিক পরিচয়ে বাড়ীতে এসে ভয়ভীতি দেখিয়ে ১৩ হাজার টাকা নিয়ে পালিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (১লা এপ্রিল) সকালে মোঃ ফজলুল হক (বয়স ৬০+, দৈহিক গড়ন মোটাসোটা, মাথার চুল সাদা) নামে সাপ্তাহিক পত্রিকা “অপরাধ তথ্যচিত্র” এর প্রকাশক ও সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি পরিচয়দানকারী অপরিচিত এক ব্যক্তি এবং তার সাথে থাকা আরও ২জন পুরুষ সহযোগী সহ মোট ৩জন একটি সাদা প্রাইভেট কার যোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সরকারী প্রাইমারী স্কুলের একজন নিরীহ শিক্ষক ফারুক আহম্মেদের বাড়ীতে এসে প্রতারণা করে এবং ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। পরে তারা বাড়ীতে থাকা নগদ ১৩ হাজার টাকা নিয়ে সুকৌশলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঐসময় বাড়ীতে স্বামী-স্ত্রী ছাড়া অন্য কেউ না থাকায় শিক্ষক পরিবারটি ভীষণ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তবে তারা একটি ভিজিটিং কার্ড ও পত্রিকা দিয়ে যায়। তার ভিজিটিং কার্ডের মোবাইল (01715-041743) নম্বরে কল করলে তিনি ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় থাকে বলে জানিয়েছে। এখন ঐ নাম্বারে কল দিলে তিনি আর রিসিভ করছেনা, ব্লক করে দিয়েছে। ভিজিটিং কার্ড এবং পত্রিকার ফটো নীচে সংযুক্ত করা হলো। প্রশাসনের নিকট উক্ত সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক ও চাঁদাবাজ চক্রকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক পরিবারটি।