মুরাদনগরে ১১শ’ পিচ ইয়াবা ব্যবসায়ী আটক-২

Spread the love

মোসাঃ ছাদিয়া আক্তার ঃ মুরাদনগরে ১১শ’পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী নাছির মিয়া(৪৫) ও মোতালিব মিয়াকে ওই ইয়াবাসহ নিজ বাড়ী থেকে আটক করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত, নাছির মিয়া উপজেলা ৭নং পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের মৃতঃ সামসুজ্জামান ছেলে এবং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আলালের কান্দি গ্রামের মৃতঃ কুদ্দুস মিয়ার ছেলে  মোতালিব মিয়া(৩০)। কুমিল্লা জেলা গোয়েন্দা কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, ধ্রুত এ মাদক সম্রাট দীর্ঘ দিন যাবৎ পুলিশের নজরকে ফাঁকি দিয়ে প্রতাবের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিল। কুমিল্লা জেলা গোয়েন্দা উপ-পরিদর্শক (ডিবি) সাইদুর রহমানের নেতৃত্বে ঙ্গীয় ফোর্স নিয়ে মাদক সম্রাট নাছির মিয়ার বাড়ী থেকে ৬শ’পিচ ও মোতালিব মিয়ার বাড়ী থেকে ৫শ’ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে। তারা পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। বড় একটি ইয়াবার চালান ওই দুইজন তাদের নিজ বাড়ীতে নিয়ে যায়, খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে।এমন গোপন খবরে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় পুলিশ উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আটক দুইজনকে বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *