দাউদকান্দিতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশ থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা জানান, মহাসড়কের দক্ষিণ পাশে সুগন্ধা মৎস্য প্রকল্পের পাশে বিচানার চাদর, লেপ, তুসক সাথে বালিশ দিয়ে মোরানো অবস্থায় লাশটি উদ্ধার কার হয়। মোরানো রশির বাদ খুললে ওড়না দিয়ে মাথা ও মোখ বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। লাশ দাউদকান্দি মডেল থানার হেফাজতে রয়েছে।