মোচাগড়া উত্তর পশ্চিম পাড়া বড় কবরস্থান পাকা ঘাটলা উদ্ভোধন
রুহুল আমিনঃ মোচাগড়া উত্তর পশ্চিম পাড়া বড় কবরস্থান পাকা ঘাটলা উদ্ভোধন।
স্থানীয়রা জানায়, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া উত্তর পশ্চিম পাড়া বড় (১৫০ বছরের পুরানো) কবরস্থানের নতুন ঘাটলাটি গত শুক্রবার উদ্ভোধন করা হয়েছে। মরহুম পাঞ্জত আলী ওয়ারীশ গণের উদ্দ্যোগে তাদের অর্থায়ানে এঘাটলাটি নির্মান করা হয়েছে। কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ উদ্ভোধক হয়ে এঘাটলাটি উদ্ভোধন করেন। কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপত্বি করেন মাওলানা মাজেদুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিডিয়া কর্মী আবুল কালাম আজাদ ভূইয়া, সাবেক ইউপি’র সদস্য আলী আশ্রাফ,কবরস্থান কমিটির সভাপতি ও মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পদক ইব্রাহীম খলিল, কোষাদক্ষ আঃ কাদির। আরো উপস্থিত ছিলেন, মাওলানা কবিরুল ইসলাম, হাফেজ শাহ পরান, আবু তাহের সরকার, নজরুল ইসলাম,আরিফুল ইসলাম, মোঃ রেনু মিয়া, রোস্তম মিয়া, আঃ বারেক, বাচ্চু মিয়া,জসিম উদ্দিন,আব্দুল মোতালেব, হাজী হাবিবুর রহমান ও আবু ইউসুফ সহ আরো অনেকে।