কপোতাক্ষ নদী থেকে প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার
মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার কপোতাক্ষ নদীর পানিতে ডুবে জাহিদ হাসান বাবু (২৩) নামের এক প্রতিবন্ধীর করুন মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সোমবার (২৪মে) উপজেলার দেয়াড়ার জানখা গ্রামে। জানা যায়, সে বাক ও শারিরীক প্রতিবন্ধী। প্রায় সময় সে রাত করে বাসায় ফিরতো। গত ২২ মে সকালে দেয়াড়ার জানখা নিজ বাড়ী হতে বাহির হয়। ওই দিন রাতে সে আর বাড়ী না ফেরায় বাড়ীর আত্নীয় স্বজনসহ সম্ভব্য স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এঘটনা উল্লেখ্য করে গত ২৩মে তার চাচা আসাদুজ্জামান খান কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং-১০৬২। ২৪মে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তারা লোক মুখে জানতে পারেন দেয়াড়ার কাশিডাঙ্গা কপোতাক্ষ নদীতে এক যুবকের লাশ পানিতে ভেসে রয়েছে। পরে তারা পানি থেকে ওই যুবকের লাশ উঠেয়ে দেখেন জাহিদ হাসান বাবুর নিথরদেহ। এঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।