কুমিল্লায় র‌্যাব ১১ এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের সাত সক্রিয় সদস্য গ্রেফতার। পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্রও নগদ অর্থ উদ্ধার

Spread the love

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে কুমিল্লার নোয়াপাড়া ও শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের সাতজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এসময়ে গ্রেফতারকৃত আসামীদের দখল থেকে মোট ১০৩ টি পাসপোর্ট, নগদ ৩ লাখ ৭৭ হাজার ৮’শ টাকা, পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী ¯øীপ ও নকল সীলমোহরউদ্ধার করা হয়।

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামীরাসকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভ‚ক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা নকল সীলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীরা হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভ‚মি গ্রামের মোঃ কানু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫), কুমিল্লা জেলার কোতয়ালি থানার নোয়াপাড়া গ্রামের জিন্নাহ এর ছেলে নিয়াজ মোর্শেদ পল্লভ (২৩), মনোহরপুর (রাজেশ্বরী কালিবাড়ি)  গ্রামের সতীশ চন্দ্র এর ছেলে রতন চন্দ্র (৩৮), শাসনগাছা (ওয়াপদা রোড) গ্রামের আবুল কাশেম এর ছেলে মোঃ গোলাম সারোয়ার (৩৬), অলিপুর উত্তর পাড়া গ্রামের মৃত কাজী আব্দুল খালেক এর ছেলে কাজী আবু আল ফেরদৌস (৫৫),  কুমিল্লা জেলার তিতাস থানার বাতাকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে শাহাবুদ্দিন (৫০), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বইশেরকোট গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *