মুরাদনগরে আশি বছরের বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
আবুল কালাম আজাদ ভূইয়াঃ দিলালপুরে নুরু মিয়া নামে এক আশি বছরের বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (০৩ জুন) রাত প্রায় ন’টায় দিলালপুর গ্রামের ওই ঘটনা ঘটেছে। নিহত নুরু মিয়া (৮০) মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের দিলালপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। নিহতের মেয়ে মোসাম্মদ হনুফা বেগম বাদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহর (২০) বিরুদ্ধে থানায় মামলা করেছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত নিহতের ভাতিজা অলি উল্লাহকে (৩০) গ্রেফতার করেছে। তবে তার ছোট ভাই রহমত উল্লাহ আত্মগোপনে চলে যায়। ঘাতক ওই দু’জন নিহতের ভাই আলী আকবরের ছেলে।
স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়, নিহত নূরু মিয়ার বসত বাড়িতে বৃষ্টি এলে ভাতিজা অলি উল্লাহর চালের পানি গড়িয়ে পরতো। এতে নুরু মিয়ার চলাচলে বিগ্ন ঘটতো। তাই বৃষ্টির পানি নামার জন্য পাইপের ব্যবস্থা করে দিতে ভাতিজাকে একথাটি জানান নুরু মিয়া। এতে ভাতিজা অলি উল্লাহ ক্ষিপ্ত হয়ে উঠে। তাৎক্ষনিক উভয়ের পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে বসত ঘর থেকে লোহার রড এনে চাচার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পরে নুরু মিয়া। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: সিরাজুল ইসলাম মানিক নুরু মিয়াকে মৃত ঘাষণা করেন।
মুরাদনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) সাদেকুর রহমান বলেন, নিহতের মেয়ে মোসাম্মদ হনুফা বেগম বাদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহর (২০) বিরুদ্ধে থানায় মামলা করেছে। অলি উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।##