নওগাঁয় করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলাচলে বিধিনিষেধ আরোপ

Spread the love

নওগাঁ প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে আগামী ১৬ জুন ২০২১ইং চলাচলে বিধিনিষেধ আরোপ করে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হারুন-অর-রশিদের আয়োজনে এক প্রেশ ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম , জেলা সিভিল সার্জন আবু হানিফ, উপ-পরিচালক স্থানীয় সরকার উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা নির্বাহি অফিসার মির্জা ইমামুদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, নওগাঁ জেলায় আগামীকাল সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।হোটেলে বসে খাওয়া যাবেনা, রাস্তার ধারের চায়ের দোকান বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে নওগাঁ ঢোকা যাবেনা এবং এই দুই জেলার সাথের সকল পথ বন্ধ থাকবে৷ বাস,মিনিবাস, মাইক্রো অর্ধেক যাত্রী বহন করবে৷ নিয়ামতপুর উপজেলায় সকল ধরণের বাস চলাচল বন্ধ থাকবে। সিএনজি ও অটো শুধু ২ জন যাত্রী নিয়ে চলাচল করবে। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় সব ধরনের এনজিও কার্যক্রম বন্ধ থাকবে৷ রিসোর্ট বা পিকনিক স্পট বা বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকবে। বাড়িতে কেউ আক্রান্ত থাকলে সেই বাড়ি লকডাউন থাকবে এবং সবাইকে বাড়িতে অবস্থান করতে হবে একই মহল্লায় একাধিক বাড়িতে কোভিড আক্রান্ত পাওয়া গেলে প্রয়োজনে পাড়া বা মহল্লা লকডাউন থাকবে এক্ষেত্রে স্টিকার বা পতাকা দ্বারা ঐ বাড়ি বা এরিয়া চিহ্নিত থাকবে মাস্ক ছাড়া বা স্বাস্থ্যবিধি অনুসরণ না করে রাস্তাঘাটে বের হলে শাস্তমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ জুম্মা এবং ওয়াক্তে মসজিদে সর্বোচ্চ ২০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অন্যান্য ধর্মীয় প্রতিষ্টানেও নির্দিষ্ট সংখ্যক মানুষ প্রার্থনা (উপাসনা) করতে পারবেন। নওগাঁ জেলাস্থ ভারত -বাংলাদেশ সীমান্তে ৩০০ মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেনা। নওগাঁ জেলার জন্য আগামী ১৬ জুন ২০২১, মধ্যরাত পর্যন্ত এই নির্দেশনা বজায় থাকবে৷ এই নির্দেশনা গুলো না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *