নাটোর সদর-সিংড়া পৌর এলাকায় চলছে লকডাউন।স্বাস্থ্যবিধি,না মানায় ২৯ জনকে জরিমানা

Spread the love

নাটোর প্রতিবেদকঃ : করোনা সংক্রমন কমাতে নাটোর জেলা প্রশাসক শাহরিয়াজের আদেশে সদর ও সিংড়া পৌর এলাকায় চলছে লকডাউন।বুধবার,সকাল ৬ টা থেকে এই চলাচলের বিধিনিষেধ বাস্তবায়নে,কাজ করছে পুলিশ প্রশাসন। সরেজমিনে,দেখা যায়,নাটোর সদর ও সিংড়া পৌর এলাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে কাজ করছেন পুলিশ ও প্রশাসন। শহরের প্রাণকেন্দ্রে প্রবেশ করতে দেয়া,হচ্ছেনা ,কোন যানবাহন। একইসাথে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় জরিমানা করা হচ্ছে ভ্রাম্যমান আদালতে। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শরীফ,শাওন জানান,সকাল থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটেট গন ওই আদালত পরিচালনা করেন। এসময়,মোট ২৯ টি মামলায় জরিমানা করা হয় ৬ হাজার ৪ শ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *