নিজের বউয়ের ওপর অভিমান করে পুরুষাঙ্গ কেটেছে স্বামী
সুমাইয়া আক্তার শিখা,কুষ্টিয়া প্রতিবেদকঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে নিজের বউয়ের ওপর অভিমান করে পুরুষাঙ্গ কেটেছে স্বামী এমন খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে কুমারখালীর উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামে।ওই গ্রামের মঞ্জু মণ্ডলের ছেলে মুনতাজ আলী(৫২) বউয়ের উপর অভিমান করে নিজের পুরুষাঙ্গের অর্ধেকের বেশি কেটে ফেলেছে। অসুস্থ অবস্থায় প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট আবাসিক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মুনতাজ আলীর পুরুষাঙ্গের ১৬% ভাগের ১২% ই কাটা হয়েছে।এদিকে মুনতাজ আলী জানান, তার নিজের বউ বাড়ির পাশে অন্য একটি মহিলাকে জড়িয়ে শারীরিক সম্পর্ক আনার অভিযোগ আনে।বুধবার সকালে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে এমন ন্যোংড়া কাজ করেনি বলে জানালেও তার বউ বিশ্বাস করি নাই।আর এই অভিমানে বুধবার রাত আটটার সময় নিজ ঘড়ে দ্যা দিয়ে নিজের পুরুষাঙ্গ কাটে। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি তবে কোনো অভিযোগ পাইনি।