নাটোরে ২৬৯ পিস তাজাগুলি, ব্যাবহৃত ১১০ পিস উদ্ধার
সালাহ উদ্দিন,নাটোর প্রতিবেদক : নাটোরে ২৬৯ পিস তাজাগুলি,ও ১১০ পিস গুলির ব্যাবহৃত অংশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে,জানান,সদর উপজেলার বালীয়াডাঙ্গা গ্রামের কৃষক আফাজ উদ্দীন সোমবার সকালে তার কৃষি জমিতে পানিসেঁচ দেয়ার জন্য মাটিকেটে ড্রেন তৈরী করছিলেন। এসময় মাটির ২-৩ হাত নিচে,গুলি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের মাটি সরিয়ে মোট২৬৯ টি অব্যবহৃত গুলি ছাড়াও ব্যাবহৃত গুলির ৬৫ টি খোসা,ও ৪৫ পিস গুলির মাথা উদ্ধার করে। ওগুলোতে মরিচা ধরেছে দাবী করে তিনি বলেন,ওগুলো থ্রি নট থ্রির গুলি। ওগুলো মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা করা হচ্ছে।