পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস-চামড়া উদ্ধার
এসএম জসিম পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদকঃ বরগুনার পাথরঘাটায় ২৪কেজি হরিণের মাংস ও ১টি হরিণের চামড়া সহ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে পাথরঘাটা স্টেশন কোস্টগার্ড।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা এলাকার একটি খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণঘাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২৪কেজি হরিণের মাংসও ১টি চামড়া সহ ১৫০মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের চামড়া, মাংস ও হরিণ ধরার ফাঁদ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয় বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মনিরুল হক বলেন, মাংস মাটিচাপা দেয়া হয়েছে। চামড়াটি শুকিয়ে সংরক্ষণ করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।