মুরাদনগরে রিক্সাচালকে হত্যা করে রিক্সা ছিনতাই
ষ্টাফ রিপোর্টার ঃ মুরাদনগরে রিক্সাচালকে হত্যা করে রিক্সা ছিনতাই। থানায় মামলা। বাঙ্গরা বাজার থানা এসআই কাজি শাহ নেয়াজ জানায়, মুরাদনগর উপজেলা উত্তর ত্রিশ গ্রামের মৃতঃ জুলহাস ছেলে আবদুল হক(৪০) কোম্পানীগঞ্জ বাজার থেকে বাড়া নিয়ে নবীনগর-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসাড়কের পাশের্^ কমলপুর-বাখরনগর তিন রাস্তার পাশের্^ লাল মিয়া বাড়ীর সামনে রিক্সাচালক আবদুল হককে হত্যা করে কে বা কাহারা রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। নিহত স্ত্রী মলেকা বেগম জানায়, বুধবার রাত ৯টায় বাড়ী থেকে ভাত খেয়ে কোম্পানীগঞ্জ বাজারে দিকে রিক্সা নিয়ে বের হয়। রাতে আর ফিরে আসেনি। সকালে মানুষের মুখে শুনি কে বা কাহারা আমার স্বামীকে মেরে ফেলেছে। ঘটনাস্থল এসে আমার স্বামীকে সনাক্ত করি। সরকারের কাছে আমার তিন সন্তানের পিতার আব্দুল হক হত্যার বিচার চাই। মা মোসাঃ হাসেনা কান্না কন্ঠে সাংবাদিকদের জানায়, প্রতিদিন রাতেই রিক্সা নিয়ে আমার ছেলে আবদুল হক রিক্সা নিয়ে বেড় হয়। মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট শহর থেকে বাড়ী ফেরত মানুষগুলোকে রিক্সা দিয়ে বাড়ীতে পৌছে দেন আমার ছেলে। কে জানতো আজকে রিক্সা নিয়ে ঘর থেকে বেড় হলে আর বাড়ীতে ফিরতে পারবে না আব্দুল হক। আমার ছেলে হত্যার বিচার চাই। বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নিহতের স্ত্রী মলেকা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে। নিহত আবদুল হকের লাস কুমিল্লা সরকারী হাসপাতালে সূরতহাল জন্য প্রেরণ করা হয়েছে। অচিরেই আসামীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।