মুরাদনগরে আগামীকাল উত্তর জেলা আ’লীগের বর্ধিত সভায় থাকছেন ৩ কেন্দ্রীয় নেতা

Spread the love

ষ্টাফ রিপোর্টার ঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় থাকছেন কেন্দ্রীয় ৩ নেতা। কেন্দ্রীয় নেতাদের আগমনে উৎসবের আমেজ বইছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। তাই স্বাস্থ্যবিধি মেনে বর্ধিত সভাটি সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ ও চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বর্ধিত সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাস্টার স্বাক্ষরিত একটি চিঠি কমিটির নেতাদের দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *