শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে ২শ’ জন হতদরিদ্রকে চাউল, ডাল, তেল, লবণ ও সাবান, মুড়ি বিতরণ

Spread the love

এসকে আবদুর রহমান,দেবীগঞ্জ(পঞ্চগড় )প্রতিবেদকঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা মাওলা আলী আলাইসালাম এর শাহাদাত স্বরণে শাহবাজ জ্ঞান ও শান্তি কেন্দ্রে, ২শ’ জন গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে চাউল, ডাল, তেল, লবণ, সাবান ওমুড়ি খাবার সামগ্রী বিতরণ হয়েছে।শাহবাজ সেন্টারের সভাপতি  সালাম সরকার, উপদেষ্টার সদস্য জনাব শামসুল ইসলাম ও শাহবাজ জ্ঞান ও শান্তি কেন্দ্র, সম্মানিত পরিচালক মোঃ আব্দুর রহমান, উপস্থিত থেকে এসব ত্রানসামগ্রী বিতারণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *