কর্মহীন অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাঙ্গরা বাজার থানা যুবলীগ

Spread the love

মুরাদনগর প্রতিবেদকঃ করোনা মোকাবেলায় কর্মহীন, অসহায়, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাঙ্গরা বাজার থানা যুবলীগ। করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার (০৮ জুলাই/২১খ্রিঃ) সকালে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায় ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র অর্থায়নে কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা বাজারে প্রায় ১৫০টি অসহায়, দুস্থদের মাঝে পাঁচ কেজি আম, এক কেজি চিড়া, আধা কেজি মুড়ি বিতরণ করা হয়। বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।  এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ জাহান সরকার, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য শাহিন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ জালাল, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মোল্লা রেজাউল, আল-আমিন, বাংলা কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক শাহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *