কুমিল্লায় পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় নিহত ৪
আবুল কালাম আজাদ ভূইয়াঃ কুমিল্লা–সিলেট মহাসড়কের চরবাকর ও থোল্লার মোড় এলাকায় পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত এবং দুইজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় চরবাখর ও বেলা দেড়টায় থোল্লার মোড় এলাকায় ওই দু’টি ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী অটোরিক্সাকে পেছন দিক থেকে আসা অপর একটি মাল বোঝাই ট্রাক চরবাখর নামক স্থানে ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে যায়। অপর দিকে রাস্তা পারাপারের সময় দ্রæতগামী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে থোল্লার মোড়ের ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদেরকে দেবিদ্বার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র আবুল কালাম (৪৫), রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০), ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০) ও থোল্লার মোড় গ্রামের সোহেল মিয়ার শিশু পুত্র নিরব (৮)। এ ঘটনায় আহত কাজিয়াতল গ্রামের সফিকুল ইসলামের ছেলে আজিজুল হক ও রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে অটো রিক্সা চালক লিটন মিয়ার অবস্থা আশংকাজনক। তাদেরকে কুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উজ্জল ঘোষ দু’টি সড়ক দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা–চট্রগ্রাম মহা–সড়কের লাঙ্গলবন্দ এলাকায় ব্রীজের মেরামত কাজ চলছে। ফলে কুমিল্লা–সিলেট মহাসড়কে হঠাৎ গাড়ীর চাপ বেড়ে গেছে। দূর্ঘটনায় কবলিত দু’টি টাক ও অটো রিক্সা উদ্ধার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।