তিতাসে ১৯১ পিস ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ী আটক

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ   কুমিল্লার তিতাস উপজেলা ১৯১ পিস ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তিতাস থানা পুলিশ।  মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার সময় (১৪/৭/২১) উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন দড়িকান্দি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সাহিদ (৩০) কে বিয়ারসহ আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। তিতাস থানার এস আই ইমরুল হাসান জানান, গতকাল মঙ্গলবার আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, সাহিদের বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে তখন তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালাই এবং ১৯১ ক্যান বিয়ারসহসহ সাহিদকে হাতেনাতে আটক করতে সক্ষম হই এবং তাকে থানায় নিয়ে আসি । তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন,তিতাসে মাদকের অভিযান অব্যাহত থাকবে, মাদকের সাথে পুলিশের কোন আপোষ নেই, মাদক ব্যবসায়ীদের হুশিয়ার করে তিনি বলেন,যারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদক সেবন করেন তারা দ্রুত পরিবর্তন হয়ে যান নয়তো কেউ ছাড় পাবেন না। উক্ত ঘটনায় সাহিদসহ দুই জনের নাম উল্লেখ করে মাদক নিয়ন্ত্রণ আইনে তিতাস থানায় একটি মামলা রুজু করা হয়েছে এর মধ্যে উপজেলার জিয়ারকান্দি নোয়াগাঁও গ্রামের কবির হোসেনের ছেলে রাহাত(২২) পালাতক রয়েছে তাকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *