মুরাদনগরে ক্রেতা‌ সমাগম হীন ঈদের শপিংমল

Spread the love

মুরাদনগর প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে প্রতিবছর দোকানগুলোতে নেই কোনো লোকসমাগম। ক্রেতাদের আশানুরূপভাবে আসতে না দেখে হতাশ হচ্ছেন অধিকাংশ ব্যবসায়ীরা। কুমিল্লার মুরাদনগরের বেশ কয়েকটি শপিং কমপ্লেক্স ঘুরে দেখা গেছে এই চিত্র। করোনার অতিরিক্ত বিস্তারের ফলে আক্রান্ত হওয়ার আশঙ্কায় দিন পার করছেন সকল নাগরিক। মুরাদনগরে পূর্বের তুলনায় অধিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আরো চিন্তিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। তারপরও অল্প কিছু সংখ্যক মানুষ পরিবার নিয়ে যাচ্ছে শপিংমলে। শপিং মলগুলোতে দেখা যাচ্ছে যে সকল ক্রেতারা আসছে, তাদের অধিকাংশেরই মাস্ক নেই‌। তাদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে না বিন্দুমাত্র করোনা সতর্কতা। ফলে পুনরায় করোনাই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকেই যায়। দোকানদারের মাঝে লক্ষ্য করা যাচ্ছে না ঈদ উপলক্ষে নতুন সব বাহারি রকমের নজরকাড়া জামা কাপড় দোকানে তুলতে। যৎসামান্য দোকানদাররা তাদের দোকানে ঈদ উপলক্ষে নতুন কাপড় তোললেও বাকিরা ঈদের জন্য নতুন মডেল দোকানে তুলেনি। লকডাউনে গার্মেন্টস কারখানা খোলা থাকলেও জাতায়াতে অসুবিধা , অধিক ভাড়া ও দোকানপাট বন্ধ ইত্যাদি বিষয় বিবেচনা করে নতুন কাপড় তোলেনি তারা। মোহন মিয়া শপিং কমপ্লেক্সের এক দোকানদার বলেছে , ” লকডাউনের জন্য অনেকদিন ধরে দোকানপাট বন্ধ, আমাদের ইনকাম নাই। দোকান ভাড়া ও বাসা ভাড়া দিয়ে পরিবারের খরচ সামলানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। গত দুই দিনে মাত্র ৩০০ টাকা বিক্রি করেছি, যা দিয়ে আমার পরিবারের একবেলার খাবার খাওয়র টাকাও হয়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *