আল্লাহ পাক অন্তরের খবর জানেন
আল্লাহ পাক অন্তরের খবর জানেন।
আল্লাহই হক্ব আল্লাহই হক্ক আল্লহই হক্ক
অনেকেই অনেক কিছুই অপবাদ দিবে এ নতুন নয়। যুগ যুগ ধরে এটি চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার’কে মিম্বরে দাঁড়িয়ে গালাগালির কথা স্বরণ করতে পারেবেন কী?
হাসনাইনে ক্বারিমাইনদের হত্যার মাধ্যমে ইসলাম
আবার জিন্দা হয়েছিলো। প্রত্যেক কারবালার পরে ইসলাম জিন্দা হয়। এবং হবেই।
অপবাদ দিচ্ছেন, মারবেন বলছেন হ্যাঁ মারুন, মেরে ফেলুন, এ নতুন নয় যুগে যুগে মুনাফিকরা এটাই তো করে এসেছে। যেখানে ঈমাম গণ পর্যন্ত অপবাদ, হত্যার অপমানের শিকার হয়েছেন সেখানে আমাদের মতো নগন্য কিছুই না।
আমাদের হাশর হবে তাদের সাথেই যাদের সাথে আমাদের প্রেম আলহামদুলিল্লাহ।
আমাদের ইমাম হাসান عليه السلام , হুসাইন عليه السلام গন কি কম অপবাদ ও অপধস্তের শিকার হয়েছেন?
তাদের পক্ষের সাহাবি, তাবেয়ি, আহলুল বাইতগন সেই রকম কষ্টই ভোগ করেছেন।।
কিবলা যদি আহলুল বাইত হয়, তবে ইহা তকদির।।
যদি একটি মানুষের জ্ঞানের পর্দা ওঠে তবে হাশরে একটু আশা থাকবে।
হয়তো একবার মা ফাতিমা (রাঃ) সামনে দাড়ানোর সাহস হবে।
একবার আল্লাহর রাসুলের ﷺ দিকে চাহনি দেয়ার সাহস হবে।। হাশরের ময়দানে খোজ নিতে পারবো,, আলী, হাসান, হুসাইনের তাবু কোথায়।
এইতো তকদ্বির আলহামদুলিল্লাহ।