চাপিতলা গ্রামের ঈদ উপহার সামগ্রী বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মরহুম হারুনুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের অর্ধশত দরিদ্র পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে এই উপহার বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মাঝে রয়েছে চাল ১০ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, সেমাই ২ কেজি, চিনি ২ কেজি, লবন ১ কেজি, মসুর ডাল ১ কেজি, দুধ ১ কৌটা।

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) এর পিতা সাবেক এমপি মরহুম হারুনুর রশিদ এর নামে গঠিত ফাউন্ডেশনের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহ্বায়ক আবু মুসা আল কবির, মুরাদনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মো: হাসান, মোবারক ব্রিকস এর সত্বাধিকারি মোহাম্মদ জয়নাল আবেদীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *