মুরাদনগর উপজেলা তাঁতীলীগের সাবেক যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিনের মা মারা গেছেন
শরিফুল আলম চৌধুরী: কুমিল্লার মুরাদনগর উপজেলা তাঁতীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এসকে গিয়াস উদ্দিনের মা মনা মা বিবি মারা গেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)।
এসকে গিয়াস উদ্দিন মাসুদ জানান, বুধবার সকালে উপজেলার কাজিয়াতল গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
বেশ কয়েকদিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের দাদী।
বুধবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।