যাত্রাপুর ইউনিয়ন পরিষদ সদস্য জহিরুল ইসলাম খোকন এন্তেকাল
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১০নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য রগুরামপুর- শিংহাড়িয়া আসনের জহিরুল ইসলাম খোকন এন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি রগুরামপুর গ্রামের মৃতঃ আব্দুল খালেক পুলিশের ছেলে। তিনি নিজ বাড়ীতে এন্তেকাল করেন। বেশ কয়েকদিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে, স্ত্রী অসংখ্য আত্মীয়স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।