১লা অক্টোবর থেকে আসছে দৈনিক আলোড়ন
নিজস্ব প্রতিবেদক ঃ আমরা প্রথম গণমাধ্যম হতে চাইনা, আমরা চাই ভালো গণমাধ্যম হতে । আমরা সেরা হতে চাইনা, আমরা শক্তিশালী হতে চাই। তাই ‘বস্তুনিষ্ট এবং জনমানুষের দুভোর্গ তুলে ধরার শ্লোগান নিয়ে Õ১৭ কোটি মানুষের কথা বলতে আমরা বদ্ধপরিকর। আগামী ১ অক্টোবর থেকে ‘ বস্তুনিষ্ট সংবাদ এবং জনমানুষের দুভোর্গ তুলে ধরার শ্লোগান নিয়ে’ বাংলাদেশের ১৭ কোটি মানুষের কথা বলতে নিবার্চিত একঝাঁক নির্ভিক সাহসী মেধাবী অভিজ্ঞতার সাথে তরুণ ও প্রবীণ সংবাদকর্মী নিয়ে বের হচ্ছে নতুন ধারার জাতীয় পত্রিকা Õদৈনিক আলোড়ন’। সিক্স সিজন গ্রæপ ইউকেÕর ব্যবস্থাপনায় এবং মোহাম্মদ সিরাজুল মনিরের প্রকাশনায় এই জাতীয় দৈনিকটি সংবাদপত্রের জগতে আলোড়ন সৃষ্টি করবে বলে অনেকের ধারণা। ইতোমধ্যে দৈনিক আলোড়ন বাজারে আসার আগেই পাঠকসহ বিভিন্ন মহলে পত্রিকাটির নাম বেশ জোড়ে শোড়ে শোনা যাচ্ছে। প্রকাশক মোহাম্মদ সিরাজুল মনির জানান, ইতোমধ্যেই আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ এবং ২১ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় সম্মেলন শেষ করে আগামী ১ অক্টোর দেশজুড়ে পাঠকদের হাতে তুলে দিতে আমরা বদ্ধপরিকর । বিশিষ্ট্য সাংবাদিক ও কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী আমাদের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত ।