তিতাসের মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন
হালিম সৈকত: তিতাসে কালাচান্দকান্দি তালিমুল ইসলাম মহিলা এতিমখানা ও নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী। তিনি আজ (১ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদ্রাসাটির উত্তর উত্তর সফলতা কামনা করেন। কালাচান্দকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি, বসুন্ধরা সিটির বিশিষ্ট ব্যবসায়ী, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সদস্য, তিতাস উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোমনা-তিতাস প্রবাসি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন। অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজি আব্দুল হালিম বেপারী, অত্র মাদ্রাসার মুহতামীম মাওলানা ইয়াছিন, মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আঃ মান্নান, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিনার হোসাইন ও স্বেচ্ছাসেবী সংগঠন সজন এর সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ফরিদ উদ্দিন, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, শ্রমিকলীগ নেতা গাজী মোঃ পলাশ, তিতাস উপজেলা শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুন্সী, নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল আলম, কন্ট্রাক্টর টিপু সুলতান ও তিতাস উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠান শেষে সকল ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।