সাংবাদিক রমিজ খানের জীবন বাঁচাতে সহায়তার আহবান

Spread the love

স্টাফ রিপোর্টার ॥

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক (ডেইলি নিউনেশন এর কুমিল্লাস্থ স্টাফ রিপোর্টার) মো. রমিজ খানের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী এবং দেশের হৃদয়বান ব্যক্তিগণের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন তার স্বজনেরা। দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত প্রায় ৯ মাস ধরে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসাধীন আছেন। এরই মধ্যে তিনি দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার শরীরে দশ-পনের দিন অন্তর রক্ত দিতে হচ্ছে। ওই হাসপাতালে তৃতীয়বারের মতো তার বোনম্যারো টেস্ট করে জটিল রোগ (ক্যান্সার) চিহ্নিত হয়েছে। এ পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ৪০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।

সাংবাদিক রমিজ খান আশির দশকের শুরু থেকে ঊষসী পরিষদ ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে কুমিল্লার সাংস্কৃতিক-সামাজিক অঙ্গণে ব্যাপক অবদান রাখেন। কুমিল্লায় প্রথম তার উদ্যোগে কম্পিউটার মেলা হয় এবং কম্পিউটার সমিতির মাধ্যমে তিনি সরকারের তথ্য প্রযুক্তির প্রসারে ভূমিকা রাখেন।

সাংবাদিকতা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও সমাজসেবায় সাংবাদিক রমিজ খানের অবদানের বিষয়গুলো মানবিকভাবে বিবেচনা করে তাকে বাঁচাতে ব্যয়বহুল এ চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী এবং হৃদয়বান ব্যক্তিগণের নিকট সহায়তার আহবান জানানো হয়েছে।

তার স্ত্রী সাবিহা শিরিন জানান, এখন প্রতিমাসে তাঁর চিকিৎসায় ৫ লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে। ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে বসবাসের শেষ সম্বল বাড়িটিও বিক্রি করতে হয়েছে, এখন চিকিৎসা ব্যয় বহনে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর চিকিৎসায় আরো প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন, যা সংগ্রহ করা দুরুহ হয়ে পড়েছে।

সহায়তার জন্য:

পূবালী ব্যাংক, কুমিল্লা প্রধান শাখা, হিসাব নম্বর- ০১৫৯১০১২১৬১৪০,

বিকাশ নম্বর: ০১৯১১৪৯২৫৭৯ (সাবিহা শিরিন)

ও ০১৯১১৭৩৮৩৭৩ (রমিজ খান)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *