মুরাদনগরে চিকিৎসা বন্যা ঘুর্নিঝড় করোনা ভাইরাসে আক্রান্ত দু:স্থ অসহায় অনুদানের চেক বিতরণ
আবুল কালাম আজাদ ভূইয়াঃ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ১৮টি বে-সরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩০ হাজার ও ১৬ জন চিকিৎসা, বন্যা, ঘুর্নিঝড় ও করোনা ভাইরাসে আক্রান্ত দু:স্থ অসহায় পরিবারকে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।রোববার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ওই চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, থানার ওসি সাদেকুর রহমান। বক্তব্য রাখেন, কড়–ইবাড়ি আদর্শ সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, গাঙ্গাটিয়া সেবা সংস্থার সভাপতি মনির হোসেন। অনুষ্ঠানের শরুতে কোরআন তেলাওয়াত করেন, বড়ইয়াকুড়ি মর্তুজ আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান।