ডাকাতি ছেড়ে সুস্থজীবনে ফেরা আবুকে কুপিয়ে আহত

Spread the love

আমির হোসেন, ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠির রাজাপুরে ডাকাতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আবুল হোসেন ওরফে আবু তালুকদার (৩২)কে কুপিয়ে মারাত্মক জখম করেছে দূর্বৃত্তরা। তার নামে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার নৈকাঠীর বিড়ালজুড়ি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আবু এক বছর আগে ডাকাতি ছেড়ে দিয়ে সুস্থ জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছিলো। শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে তাকে। হামলায় আবুলের এক হাত ও এক পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আবু উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আনসার আলী তালুকদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিড়ালঝুড়ি এলাকার লোকজন রবিবার রাতে থানায় খবর দেয় যে, সেতুর কাছে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে সোমবার ভোরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ওসি আরও জানান, জেল থেকে বের হয়ে ডাকাতি ছাড়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন আবুল। এরপর গ্রামে কৃষিকাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের পক্ষ থেকেও তাকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে তিনি ওখানে কিভাবে এলেন বা কারা কুপিয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি এবং এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগও দেয়নি। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, সবশেষ ২০২০ সালের আগস্ট মাসে আবুকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব। সেই মামলায় জামিনে বেরিয়ে ‘ডাকাত’ নাম ঘোঁচাতে ও সুস্থ জীবনে ফেরার আশায় পুলিশের সহায়তা চান ও চলতি বছরের ১৫ই জানুয়ারী সংবাদ সম্মেলন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *