মুরাদনগরে ডোবায় বৃদ্ধা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
ডোবা কচুরিপানা নিচ থেকে আবুল কাশেম (৭৪) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর সদর ইউনিয়নের পূর্ব সোনাউল্লাহ গ্রামের রাস্তার পাশের ডোবা কচুরিপানা নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধা মৃতঃ আবুল কাশেম পূর্ব সোনাউল্লাহ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাঞ্চারামপুর উপজেলার মাছিনগর রাতালি শাহ দরবারে ঔরশের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসি পূর্ব সোনাউল্লাহ ও রমজানের কান্দা রাস্তার পাশের ডোবার কচুরিপানা নিচ থেকে লাশ ভেসে উঠে দেখা থানায় খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার এস আই সাইফুল ইসলাম অর্ধ গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে মৃতের স্ত্রী সমলা বেগম থানায় এসে নিজের স্বামীর লাশ সনাক্ত করে।
কুমিল্লা জেলা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত রির্পোট না আসা পর্যন্ত কোন কোন মন্তব্য করা যাবে না। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।