মুরাদনগরে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ ভুইয়া গ্রেফতার

Spread the love

মুরাদনগর প্রতিবেদকঃ চাচিকে মারধর অভিযোগে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ভুইয়াকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা চাপিতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচীকে পিটিয়ে জখমের অভিযোগে গ্রেফতার করেথানা পুলিশ।  গ্রেফতার বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ভুইয়াকে কুমিল্লা আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কুলসুম আক্তার  চাপিতলা গ্রামের মৃত অধ্যাপক গিয়াস উদ্দিন ভুইয়ার স্ত্রী। আহত কুলসুম আক্তার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার বেলা ১০টার দিকে চাপিতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের তদন্ত করতে মুরাদনগর উপজেলা সহকারী ভূমি অফিস হতে একদল সার্ভেয়ার সহ বেশ কয়েক জন কর্মকর্তা যাওয়ার কথা ছিলো চাপিতলা গ্রামে। ওই কর্মকর্তারা তদন্তে যাওয়ার আগেই  সকাল সাড়ে নয় টার দিকে মামুনুর রশিদ ভুইয়া ও তার ভাইয়েরা লাঠিসোটা দিয়ে অপরপক্ষ চাচী কুলসুম আক্তার মর্জিনা(৫৭)কে মারধর করে।

ফারজানা আক্তার শিপা সাংবাদিকদের জানায়, আমার বাপ-চাচারা ৪ ভাই। আমরা ৪ বোন, আমার কোন ভাই নাই। আমার বাবা ১৯৯৯ সালের ২১এপ্রিল মারা যান। -এর পর থেকেই বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ভুইয়া ও তার ভাইয়েরা আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে আসছে। আমরা আমাদের সম্পত্তির অধিকার রক্ষায় ন্যায় বিচার চাই বাংলাদেশ সরকার কাছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, চাচীকে মারধোর করার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *