স্মার্টফোনকে লাল কার্ড ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদকঃ স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শিক্ষার্থীরা স্মার্টফোনে আসক্তি, মাদক ও বাল্যবিবাহ বিরোধী শপথ নিয়ে তার প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে শপথ শেষে সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের উপহার দেন। এসময় শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে স্মার্টফোনে আসক্তি থেকে বিরত থাকার শপথ নেন।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালিদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি ইমরান আরেফিন ইমু, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ মিয়াজী, দেবিদ্বার উপজেলা শাখার সহ সভাপতি জাহিদ হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার উপজেলা শাখার অর্থ সম্পাদক নিলয় খান, প্রচার সম্পাদক ইরফান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমন শিকদার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক সাহিদুর রহমান, সদস্য যতন দাস ও বিল্লাল হোসেন প্রমুখ।