বৈলাবাড়ী ধনু ডিলারের কুলখানী অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ ভূইয়াঃ
বিশিষ্ট্য শিক্ষানুরাগী, সমাজ সেবক, ব্যাবসায়ীক ধনু ডিলারের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ২২নং টনকি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বৈলাবাড়ী গ্রামের মরহুম হাজী তমিজউদ্দিন সরকার ছেলে মরহুম হাজী আসমত আলী সরকার ওরফে ধনু ডিলার (১০১)। গত ১০ সেপ্টেম্বর শুক্রবার বার্ধক্যজনিক কারণে এন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি মৃত্যুও পূর্বে ৩ ছেলে হাজী রফিকুল ইসলাম খোকন, মোঃ শাহিন সরকার, দেলোয়ার হোসেন সরকার ২ মেয়ে নারগিছ আক্তার, নাছিমা আক্তার, ও ৩ জন পুত্রবধূ সেলি বেগম, রোকসানা, হেপী আক্তার, ভাসতা ইঞ্জিনিয়র খুরশিদ আলম সরকার, ইউপি’র সদস্য সুবেদ আলী ও সমাজসেবক বিশিষ্ট ব্যাবসায়ীক আঃ রহিম চৌধুরী কাছে অছিয়ত করেন, জীবিতকালে ধনু ডিলার সমাজসেবা করতে গিয়ে বিভিন্ন গ্রামের দাওয়াত খেয়েছেন। তাই তিনি গুচ্ছিত ১২ লাখ টাকা রেখে জান মৃত্যুর পর ওই টাকা দিয়ে কুলখানী করে কয়েক গ্রামের মানুষকে খাওয়ানোর জন্য। এসুবাদে বৈলাবাড়ী গ্রামের মানুষ একত্রিত হয়ে মরহুম ধনু ডিলারের নিজ বাড়ীতে শনিবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কুলখানিতে অংশগ্রহন করেন, টনকি, চৌনপুর, বৈলাবাড়ী, বীর কান্দা, বাগাইমুড়ি, বলব বাড়িয়া, ঘোড়াশাল, বাখরনগর, গুঞ্জুর, মাজুর, বড় পুকুড়িয়াসহ ২০ গ্রামের ৮ হাজার লোক কুলখানী খাওয়ানো হয়েছে।