কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে স্মরণ সভা

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের আয়োজনে প্রয়াত সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা একে এম, আলকাসুর রহমান , বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক বাসরী দত্ত, অধ্যাপক জসীম উদ্দিন, প্রদর্শক অজয় কুমার পাল, অফিস সহকারী মোহাম্মদ মিজানুর রহমান এর স্মরণে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেনীর ছাত্র মোহাম্মদ রবিউল, গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সাগর দাস। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ৷ কলেজ অধ্যক্ষ মোহাম্মদ শরিফুল ইসলাম’র সভাপতিত্বে স্মৃতিচারন করেন অজিত গুহ মহাবিদ্যালয় এর সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, এডিসি সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন , অধ্যাপক কাজী আবুল বাসার, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সেলিম রেজা সৌরভ। প্রয়াত শিক্ষকদের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলকাসুর রহমান এর কণ্যা ডা. মৌসুমী রহমান লুসি, প্রাক্তন অধ্যাপক শমির রঞ্জন মজুমদার, অধ্যাপক নাজমা আহমেদ তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ৷ প্রয়াত শিক্ষকদের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা একে এম, আলকাসুর রহমান এর কন্যা ডা. মৌসুমী রহমান লুসি৷ অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক কামরুল রসিদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *