মুরাদনগরে ১৪৫টি শারদীয় দূর্গাৎসবে সরকারী অনুদান পেলো ২০ লাখ টাকা
আবুল কালাম আজাদ ভূইয়াঃ মহামারীর সময়ে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। মুরাদনগরে মানুষের মাঝে ধর্মীয় কোন ভেদাভেদ নেই। মানুষ শান্তিপ্রিয়। করোনা ভাইরাস সংক্রমন এড়াতে মন্ডপগুলোতে জীবানুনাশক স্প্রে মজুদ রাখা, জনসমাগম না করা সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন। শুক্রবার উপজেলার কবি নজরুল মিলনায়তনে আসন্ন সারদীয় দূর্গাৎসব ২০২১ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও অনুদান বিতারণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) এসব কথা বলেন। প্রস্তুতিমূলক সভা শেষে মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্যানন্দ রায় ও সাধারণ সম্পাদক রাম প্রসাদ মেম্বার কাছে প্রধানমন্ত্রী পক্ষ থেকে ২০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. যুগল ব্রহ্মচারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম একেএম আজাদ, ইউপি চেয়ারম্যান বণ কুমার শিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আফজালুন্নেছা বাসেত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিশ^জিত সরকার বিষু, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম প্রসাদ মেম্বার প্রমুখ।
রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. যুগল ব্রহ্মচারী বলেন, শারদীয় দূর্গাৎসব কেন্দ্র করে সনাতন ধর্মীয়লম্বীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা আনন্দের বার্তা বইছে। উপজেলা প্রতিটি মন্দিরে মধ্যে খড়, কাঠ, সুতা, আর মাটি দিয়ে দূর্গাসহ নানান প্রতিমার কাঠামো শেষে এখন চলছে প্রতিমার রং দেওয়ার কাজ, শিল্পীর নিপন্ন হাতের রং তুলির আচলের ফুটিয়ে তুলেছেন দেবী দূর্গা, স্বসর্তি,লক্ষি, গনেশসহ নানা প্রতিমা পুরুশের পাশাপাশি প্রতিমার তৈরী কাজে সহায়তা করছে বাড়ীর নারী শিল্পীরাও সবকটি মন্দিরে শন্তি পূর্ন পূজা অর্চনাসহ ধর্মীয় আনুষ্টানিকতা সম্পন্নে গৃহিত সকল পদক্ষেপ শেষ হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান, মুরাদনগরে শারদীয় দূর্গাৎসবে শান্তিপূর্নভাবে শেষ করা লক্ষে সব প্রশাসনের তরফ থেকে সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, প্রতিটি পূজা মন্ডপে ২জন পুলিশ সদস্য ও ৬ থেকে ১০ জন আনসার সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, করোনা পরিস্থিতি কারণে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর ভাবে এবছর শারদীয় দূর্গাৎসব আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পূজা মন্ডবগুলোতে সাউন্ড সিষ্টেম ও সীমিত পর্যায়ে আলোকসজ্জা, জন সমাগম সীমিত রাখা ও মাদক মুক্ত পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিশেষ জোর দেয়া হয়।