দাউদকান্দিতে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
দাউদকান্দি প্রতিবেদকঃ দাউদকান্দিতে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদা খাল থেকে মতলব সড়কের গোয়ালমারীর লামচরী মোর সাথেই কার্লভাট (সেতু) সংলগ্ন কে বা কারা লোকটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে রেখে চলে যায়। এলাকা বাসী লাশটি দেখে দাউদকান্দি মডেল থানায় খবর দিলে এসআই, জিয়াউর রহমান লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। লাশটির এখনও পরিচয় পাওয়া যায়নি।