কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিকে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ৪জন নিহত এবং ১৫জন মারাত্মক আহত

Spread the love

এবিএম আতিকুর রহমান বাশার :কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিকে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ৪জন নিহত এবং ১৫জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের মুমূর্ষাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।ঘটনাটি ঘটে শনিবার রাত পৌনে ১০টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সাবের বাজার সংলগ্নে দেবপুরে।ঢাকা থেকে কোম্পানীগজ্ঞ গামী তিসা পরিবহনের গোল্ডেন যাত্রীবাহী বাসের সাথে ময়নামতি (ক্যান্টনম্যান্ট) গামী একটি যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটো রিক্সার মুখমূখী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।নিহত ও আহতদের তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি। সিএনজিটি ধূমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খালে ছিটকে পড়ে যায়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ৪ যাত্রীক্ উদ্ধার ও ২টি রেকার এনে বাস ও ধুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে উদ্ধারএবং বাসের মারাত্মক আহত ১৫ যাত্রীকে কুমেক হাসপাতাল পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *