ছিলামপুরে নিখোঁজ সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ ৬দিন নিখোঁজ থাকার পর ডোবা থেকে হেলাল উদ্দিন (২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। হেলাল উদ্দিন নবীপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে। হেলাল উদ্দিন পেশায় একজন সিএনজি চালক।

স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার দুপুরে উপজেলা নবীপুর-শ্রীকাইল আঞ্চিলিক মহা সড়কের ছিলামপুর থ্রীষ্টার ব্রিক্স ফিল্ডের পাশের একটি ডোবা থেকে রহিমপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে হেলাল উদ্দিনের লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খরব পেয়ে মুরাদনগর থানা পুলিশ উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ যোবা থেকে লাশ উদ্ধার করে।

নিহতের চাচা সবুজ মিয়া জানায়, গত ১২ অক্টোর মঙ্গলবার বিকালে হেলাল উদ্দিন নবীপুর দক্ষিণপাড়া তার বোনের বাড়ী থেকে দাওয়াত খেয়ে বাড়ীর উদ্দেশ্যে বের হয়। রাত হলেও বাড়ীতে না ফিরে এলে আমরা তাকে থানায়, হাসপাতালে ও আত্মীয় স্বজনসহ বিভিন্নস্থানে খোজাখুজি করেও কোন সন্ধানপাইনি। সোমবার দুপুরে আমার ভঅতিজার গলাকাটা লাশ ডোবায় থেকে উদ্ধার করলে পুলিশ। আমরা হেলালের খূনিদের বিচার চাই।

মুরাদনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) সাদেকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোাট তৈরী করা হয়েছে। লাশের গলা এবং পেটে ধঅরালো ছুরির আঘাত চিহ্ন রয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে হত্যর রহস্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *