মুরাদনগরে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ “ শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই শ্লোগানে সারাদেশে ন্যায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা প্রশাসেনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব থাকা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের সভাপতিত্বে ও সহকারী পল্লি উন্নায়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা কৃষি কর্মকর্তা মঈন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান রনি। সকাল ৭টায় উপজেলা শেখ রাসেল স্মৃতিস্তবক অর্পন করে দিনব্যাপি জমকালো আয়োজনে মধ্যদিয়ে জন্মদিন অনুষ্ঠান উদযাপিত হয়।

উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে তাল গাছের চারা বিতারণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা , শেখ রাসেলের উপর উপস্থিত বক্ততা, প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *