বাঙ্গরায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি
আবুল কালাম আজাদ ভূইয়া : সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ইউপি ভবনে এক আলোচনা সভা থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খানের সভাপতিত্বে থানা যুবলীগের সদস্য মিয়া মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল। এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল। সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক গোলাম সারওয়ার চিনু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, সদস্য হাজী সাগর সরকার, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু আলী খান ও শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস। # #