গর্ভবতী নারীদের জন্য করোনা ভাইরাসের টিকার সুপারিশ করেছে ডব্লিউএইচও

Spread the love

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র প্রতিবেদকঃ গর্ভবতী নারীদের জন্য করোনাভাইরাসের টিকার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা বলেছে, গর্ভবতী নারীরা কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা নিতে পারবেন। রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টুইটে বলা হয়েছে, আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে আপনি কোভিড-১৯ বিরুদ্ধে টিকা নিতে পারেন। ডব্লিউএইচও বলছে, ‘কোভিড-১৯ এ আক্রান্ত নারীরা এই রোগে গুরুতর অসুস্থতার ঝুঁকিতে আছেন। অথবা এই ভাইরাসে অসুস্থ হলে আপনার শিশুর অকাল জন্ম হতে পারে।’ অপর এক টুইটে সংস্থাটি বলেছে, ‘আপনার যদি সন্তান নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলেও করোনার টিকা নিতে হবে। নিজের এবং আপনার ভবিষ্যৎ সন্তানের সুস্থতার জন্য এটিই সবচেয়ে ভালো উপায়; যা আপনি করতে পারেন।’ যদিও গত ১৯ অক্টোবর মার্কিন সিডিসির ওয়েবসাইটে গর্ভবতী নারীদের করোনা টিকার সুপারিশ করা হয়। এতে বলা হয়, ১২ এবং তদুর্ধ্ব সব বয়সী, এমনকি গর্ভবতী নারীরাও করোনা টিকা নিতে পারবেন। কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়া হলে তা আপনাকে এই রোগের গুরুতর অসুস্থতা থেকে রক্ষা করতে পারে এবং একজন সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য যা গুরুত্বপূর্ণ। সিডিসির ওয়েবসাইটে বলা হয়, আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে করোনাভাইরাসের টিকা নেওয়ার ব্যাপারে স্বাস্থ্যসেবা সরবরাহকারীর সাথে অবশ্যই আলোচনা করতে হবে। টিকা নেওয়ার আগে এই ধরনের আলোচনা দরকার না হলেও অত্যন্ত সহায়ক হতে পারে। এমনকি স্বাস্থ্যসেবাদানকারীর কাছ থেকে কোনও অতিরিক্ত ডকুমেন্টেশন ছাড়াই গর্ভবতী নারীরা কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *