মুরাদনগরে একই দিনে ৫৬ টি ড্রেজার মেশিন জব্দ ও ২৬ হাজার ফুট পাইপ ধংস

Spread the love

এম কে আই জাবেদ: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এসময় ৫৬টি মাটি কাটার মেশিন জব্দ ও মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ২৬ হাজার ফুট পাইপ ধংস করা হয়। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি কিনে তাতে ড্রেজার মেশিন স্থাপন করে দীর্ঘদিন যাবত মাটি উত্তোলন করে বিক্রয় করে আসছিল। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মেশিন জব্দ ও জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত। কিন্তু তাতেও সুফল আসছিল না। মেশিন জব্দের কিছুদিন না যেতেই ওইসব ব্যবসায়ীরা নতুন মেশিন কিনে মাটি কাটার ব্যবসা পুনরায় পরিচালনা করে আসছিল। সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় উপজেলার ২৩ টি ইউনিয়নে প্রায় দুই শতাধিক অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি সংবাদপত্রে সাংবাদিকরা তুলে ধরেন। গত মাসিক আইন-শৃঙ্খলা সভায় অবৈধ ড্রেজার। বন্ধের উদ্যোগ গ্রহণের কথা বলা হয়। এরই অংশ হিসেবে ড্রেজার মেশিনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন দিনব্যাপী অভিযান পরিচালনা করে। এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, নিয়মিত ড্রেজারর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আজ এ উপজেলার ২২টি ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা তাদের নিজ ইউনিয়নে অভিযান চালান। আজকের অভিযানে ৫৬টি ড্রেজার মেশিন ও ২৬হজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। আগামীতেও আমাদের এমন অভিযান অব্যাত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *