তিতাসে ৩শ অসহায় ব্যক্তিকে নগদ অর্থ দিলেনযুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ
কুমিল্লা প্রতিবেদক ঃ বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব বাংলাদেশেও বিস্তারের ফলে দৈনন্দিন খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় তিতাস উপজেলায়ও দৈনন্দিন খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ে। তাই সারা দেশের ন্যায় কর্মহীনদের মাঝে সরকারের মানবিক সহায়তার পাশাপাশি, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল আলম মুরাদ আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সদর কড়িকান্দি তাহার নিজ বাড়ি থেকে ৩শ অসহায় ব্যক্তিদের নগদ অর্থ প্রদান করেন এবং আরো ৩টি মাদ্রাসায়ও নগদ অর্থ অনুদান দেন। অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন সাইফুল আলম মুরাদসহ তার পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও কিছুদিন পূর্বে মুরাদ উপজেলা ত্রাণ তহবিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তারের নিকট নগদ বিশ হাজার টাকা প্রদান করেন।