দেবীদ্বার আজমিরী(রহ) সংগঠনের উদ্যোগে আ’লীগনেতা শহীদুল্লাহ খাজার মৃত্যুতে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার পৌর আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক ও আজমিরী সংগঠনের উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রয়াত হাজী শহীদুল্লাহ খাজার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘আতায়ে রাসুল গরীবে নেওয়াজ আজমীর(রহঃ)’ দেবীদ্বার উপজেলা শাখা।
মঙ্গলবার বাদ মাগরীব দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে আজমিরী(রহঃ) সংগঠনের সভাপতি মোঃ হিরন মোল্লার সভাপতিত্বে এবং আজমিরী(রহঃ) সংগঠনের খাদিম দরগাহ্’র আব্দুল মান্নান আজমিরী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার হাসপাতাল ও ডায়গনেষ্টিক মালিক সমিতির নেতা মোঃ সফিকুল ইসলাম, আজমিরী সংগঠনের সংগঠক মোঃ খলিলুর রহমান সরকার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মোঃ নজরুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
দোয়া ও মাহফিল পরিচালনা করেন, ক্বারী মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া(সূন্নী আল কাদেরী)।
সভায় প্রয়াত আওয়ামীলীগ নেতা হাজী শহীদুল্লাহ খাজার স্মৃতিচারণ ছাড়াও ১৯৮২ সালে ‘আতায়ে রাসুল গরীবে নেওয়াজ আজমীর(রহঃ)’ দেবীদ্বার উপজেলা শাখা প্রতিষ্ঠার পর উক্ত সংগঠনের প্রয়াত সংগঠক দেবীদ্বার ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আলিম উদিন বিশ্বাসী, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল হক ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান হাজী আবুল হোসেন, দেবীদ্বার আরপি উচ্চবিদ্যালয়ের সাবেক শরীর চর্চা শিক্ষক আব্দুল লতিফ মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান নসু খান, আব্দুর রহমান বাচ্চু ডিলার, সাবেক রেলওয়ের পরিচালক মোহাম্মদ আলী সাহেব, জসীম উদ্দিন ভান্ডারী, বিশিষ্ট সমাজ সেবক সেলিম মিয়া, ইমাম উদ্দিন সরকার, দেবীদ্বার মাজেদ ম্যানশনের মালিক খলিলুর রহমান এবং হাজী শহীদুল্লাহ খাজাসহ প্রয়াত আজমিরী সংগঠনের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেন।