চৌদ্দগ্রামে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
চৌদ্দগ্রাম প্রতিবেদকঃ “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, সিনিয়র মৎস কর্মকর্তা শেফাউল আলম। চৌদ্দগ্রাম এইচ জে সরকারী মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্তের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সাংবাদিক এম এ কুদ্দুস, জয়িতা জয়ন্তী রানী পাল প্রমুখ। আলোচনা সভা শেষে বেগম রোকেয়া দিবসে বিজয়ী শ্রেষ্ঠ ৫ জয়িতা জয়ন্তী রানী পাল, মিসেস ফেরদৌসী বেগম, আমেনা বেগম, ফাতেমা আক্তার, কাজী হাজেরা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়।