চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী দিবস পালিত

Spread the love

মুহা. ফখরুদ্দীন ইমন: ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব’ দুর্নীতিকে না বলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সহ-সভাপতি এয়ার আহমেদ খাঁ বাচ্চু, সদস্য হুমায়ুন কবির, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, চৌদ্দগ্রাম এইচ জে সরকারী মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *