করোনায় বিপন্ন মানুষের পাশে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা
হালিম সৈকতঃ করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা।
ব্যক্তিগত পর্যায়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নতুন কাপড়। একই সঙ্গে খাদ্য সহায়তা পাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত লোকজনও। এদিকে গ্রামের রাস্তায় রাস্তায় জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে।মঙ্গলবার (১৯ মে) দুপুরে মানিককান্দির আবুল হোসেন মোল্লা চেয়ারম্যানের বাড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপড় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হোমনা- তিতাসের এমপি সেলিমা আহমাদ মেরী। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় তুলে দেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ্উদ্দিন আহমেদ, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লা, ইউপি মেম্বার জোৎসনা বেগম, মজলিস মেম্বার, যুবলীগ নেতা নুর নবী সরকার, পরশ সরকার ও তিতাস উপজেলা ফ্রেন্ডস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ প্রমুখ। কুমিল্লা ২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী’র নির্দেশক্রমে ও উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের পরামর্শক্রমে পুরো ইউনিয়নে ৪ হাজার লোকের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবির কাপড়, শার্ট পিস ও থ্রি পিস ঈদের উপহার হিসেবে প্রদান করেন আবুল হোসেন মোল্লা।