বিজয় দিবসে মুরাদনগরে শহীদদের শ্রদ্ধা নিবেদন
আবুল কালাম আজাদ ভূইয়াঃ মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, হাসপাতল, এতিমখানা, শিশু সদনে উন্নাতমানে খাবার পরিবেশন গার্ড অব অনারসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারী এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।একই সাথে ৩১ বার তোপধ্বনি মুক্তিযোদ্ধোর স্মৃতিস্তম্ভে ও শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেছেন, সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ), কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ম. রুহুল আমিন, নির্বাহীকর্মাকর্তা অভিষেক দাস, বীর মুক্তিযোদ্ধা কমেন্ডা হারুন অর রিশদ, মুরাদনগর থানা ওসি আবুল হাসিম, বাঙ্গরা বাজার থানা ওসি মোহাম্মদ কামারুজ্জামান তালুকদার, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, কৃষকলীগ ছাত্রলীগ, মুরাদনগর প্রেসক্লাব, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।